‘ভারতের এক ইঞ্চি জমিও চীনের দখলে নেই, এটা সত্য নয়’
ভারতের উত্তরতম প্রান্তে লাদাখে দাঁড়িয়ে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বলছেন, ভারতের এক ইঞ্চিও জমি চীনের দখলে নেই। এটা একেবারেই সত্য নয়, এখানে যে কাউকে প্রশ্ন করলেই সেটা জানা যাবে। স্থানীয় বাসিন্দারাই বলছেন, তাঁদের পশুচারণের জমি চীনা সেনার দখলে চলে গেছে। সেটা নিয়ে ওরা খুবই উদ্বিগ্ন।
বর্তমানে লাদাখে সাতদিনের সফরে রয়েছেন রাহুল গান্ধী। লাদাখেই প্যাংগং হ্রদের পাশে গতকাল রাজীব গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ্য দেন রাহুল। সেই সঙ্গে লাদাখ ইস্যুতে মোদি সরকারের নানা সমালোচনা করেন।
লাদাখের অভ্যন্তরীণ সমস্যার কথাও তুলে ধরেন রাহুল। যেভাবে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে লাদাখও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে, তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ রয়েছে বলে তার দাবি। রাহুল বলেন, এখানকার মানুষ বলছেন, তারা চান জনপ্রতিনিধি।
বিজ্ঞাপন
কিছুদিনের মধ্যেই ব্রিকস সম্মেলনে দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর। গত সপ্তাহে ভারত-চীনের সেনাকর্তাদের ১৯তম বৈঠকেও চীন ডেপসাং ও ডেমচক দু’টি এলাকা থেকে নিজেদের সেনা সরাতে রাজি হয়নি। ডেপসাং এলাকায় চীন সেনাদের উপস্থিতির ফলে ওই এলাকায় নজরদারি চালাতে পারছে না ভারত।
এনএফ
বিজ্ঞাপন