টিকিট ছাড়া ট্রেনে যাত্রা আইনত দণ্ডনীয় হলেও অনেকে টিকিট না কেটেই রেলে ভ্রমণ করেন। কেউ কেউ মাঝে মাঝে এমনটি করেন। আবার অনেকে নিয়মিতই আইন ভঙ্গ করে থাকেন।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের এক নারীর ক্ষেত্রে। ওই নারী ট্রেনে চড়ার জন্য নিজের জন্য টিকিট তো কিনেছেনই— সঙ্গে তার সঙ্গে থাকা একটি ছাগলের জন্যও একটি টিকিট সংগ্রহ করেছেন তিনি।

ছাগলের জন্য টিকিট কেনা ওই নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রেনের টিকিট চেকার তার কাছে জানতে চাইছেন— ট্রেনে চড়ার জন্য তিনি টিকিট কিনেছেন কিনা। এর জবাবে তিনি বলেন ‘হ্যা।’ এরপর পাশে থাকা এক ব্যক্তি টিকিটটি চেকারের হাতে দেন। তখন টিকিট চেকার ওই নারীর পাশে থাকা ছাগলটি দেখতে পান। তখন তিনি জিজ্ঞেস করেন, ছাগলের জন্যও টিকিট কিনেছেন? এর জবাবে যখন নারী ‘হ্যাঁ’ বলেন। তখন দু’জনই হাসতে থাকেন।

আর ওই নারীর এমন সরল হাসিতেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সঙ্গে তার সততারও তারিফ করেছেন অনেকে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রকাশ করেন আনিস সারান নামের এক ব্যক্তি। এরপরই এটি ভাইরাল হয়।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘তার হাসিই সব বলে দিচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘কতটা সৎ তিনি। জাতির এ ধরনের মানুষ প্রয়োজন।’

এদিকে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা যাচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পশ্চিমবঙ্গের কোনো স্থানে হবে।

সূত্র: এনডিটিভি

এমটিআই