প্রশিক্ষণ চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেকে আছড়ে পড়েছে হাঙ্গেরির পুলিশের একটি হেলিকপ্টার। আর হেলিকপ্টার আছড়ে পড়ার মুহূর্তটি কেউ একজন মোবাইলের ক্যামেরায় ধারণ করেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে হাঙ্গেরির বালাতোনসজেপাকে এয়ার পুলিশের প্রশিক্ষণ চলাকালীন এ ঘটনা ঘটে।

রেডিটসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি অনিয়ন্ত্রিভাবে আকাশে ঘুরপাক খেতে খেতে বালাটন লেকে আছড়ে পড়ে। এরপর লেকের পানিতে এটি ধীরে ধীরে তলিয়ে যায়।

তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হেলিকপ্টারের ভেতর যে দুই পুলিশ সদস্য ছিলেন তারাও কোনো আঘাত পাননি বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর।

এ ব্যাপারে এক বিৃবতিতে পুলিশের সদর দপ্তর বলেছে, ‘এয়ার পুলিশের একটি প্রশিক্ষণের সময় গত ৭ সেপ্টেম্বর বালাতোনসজেপাকের কাছে, এমডি-৫০০ই মডেলের হেলিকপ্টার লেকে আছড়ে পড়ে। এই দুর্ঘটনার কারণ এখনো অপরিষ্কার। হেলিকপ্টারের দুই আরোহীকে পার্শ্ববর্তী একটি নৌকা উদ্ধার করে এবং তাদের অক্ষত অবস্থায় লেকের পাড়ে নিয়ে আসে। এ ঘটনার সব বিষয় তদন্তাধীন আছে। লেকের পাড় থেকে ৩০০ মিটার দূরে হেলিকপ্টারটি আছড়ে পড়ে ‘

ব্রিটানিকার তথ্য অনুযায়ী, লেক বালাটন মধ্য ইউরোপের সবচেয়ে বড় লেক। এটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ৮০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থিত। লেকটির পাশেই রয়েছে আগ্নেয়গিরির পাহাড়। ফলে এটির সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে অনেক পর্যটক ভীড় জমান।

সূত্র: স্কাই নিউজ

এমটিআই