বন্দে ভারতে শুয়ে সফর, কবে চালু হচ্ছে ‘স্লিপার’ সংস্করণ?
নিজের আসনে শুয়ে শুয়ে সফর করা যাবে বন্দে ভারত ট্রেনে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে এ ট্রেনে ‘স্লিপার’ সংস্করণ চালু করতে যাচ্ছে ভারতীয় রেল। মূলত দীর্ঘ পথের দূরত্ব যাতায়াতের জন্য এই স্লিপার সংস্করণ চালু করতে যাচ্ছে দেশটির সরকার।
ভারতীয় রেল সূত্রে খবর, ২০২৪ সালের মার্চ মাস থেকে বন্দে ভারতের স্লিপার কোচ চালু হতে যাচ্ছে। এছাড়া ওই বছরের জানুয়ারি থেকে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো সেবা। দুই ধরনের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনই তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ কারখানায়।
বিজ্ঞাপন
জানা গেছে, যাত্রীদের এক রাতেই দূরের গন্তব্যে পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার। ঘণ্টায় এর গতি হবে সর্বোচ্চ ২২০ কিলোমিটার। তবে এটি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটবে।
অপরদিকে বন্দে ভারত মেট্রোতে থাকবে ১২টি কোচ। যা ছুটবে শহরের মধ্যে।
বিজ্ঞাপন
বন্দে ভারত স্লিপারকে রাজধানীর বিকল্প হিসাবে দেখা হচ্ছে। এছাড়া শতাব্দী এক্সপ্রেসের বিকল্প হিসাবে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকার সংস্করণকে দেখছে ভারতীয় রেল। ২০০ স্লিপার সংস্করণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে।
রেল সূত্রের খবর, আপাতত দিল্লি-মুম্বই ও দিল্লি-কলকাতা রুটে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেন চলার আগে ওই রুটের লাইন সংস্কার করা হবে। সিগন্যাল সিস্টেম, সেতু, রেলিংয়েরও সংস্কার করা হবে।
এমএসএ