মোটরসাইকেল আরোহী দুই যুবক ওড়না ধরে টান দেওয়ায় ভারসাম্য হারিয়ে বাইসাইকেল থেকে রাস্তায় পড়ে যান ওই তরুণী

বাইসাইকেল চালিয়ে স্কুল থেকে বান্ধবীদের সাথে ফিরছিলেন ১৭ বছর বয়সী এক তরুণী। বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই যুবক ওড়না ধরে টান দেওয়ায় রাস্তায় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন ওই তরুণী। গত শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার এক সড়কে।

সাইকেল থেকে পড়ে যাওয়া ওই তরুণীর ঘটনাস্থলেই প্রাণ গেছে পেছন থেকে আসা অপর এক মোটরসাইকেলের আঘাতে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল আরোহী দুই যুবক ওড়না ধরে টান দেওয়ায় ভারসাম্য হারিয়ে বাইসাইকেল থেকে রাস্তায় পড়ে যান ওই তরুণী। এ সময় পেছন থেকে আসা অপর এক মোটরসাইকেল তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে।

আম্বেদকর নগর জেলার হাঁসওয়ার থানার হীরাপুর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেয়েটি তার বন্ধুর সঙ্গে রাস্তায় সাইকেল চালাচ্ছেন। এ সময় একটি বাইকে থাকা দুই যুবক তার ওড়না ধরে টান দেওয়ার চেষ্টা করেন। যার ফলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ওই তরুণী।

মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে অন্য একটি বাইক তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং চোয়াল ভেঙে যায় তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন যুবক হলেন ফয়সাল, শাহবাজ ও আরবাজ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার তাদের গ্রেপ্তার করেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারের সময় অভিযুক্তরা পুলিশের রাইফেল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ। ওই সময় পুলিশের গুলিতে অভিযুক্ত দুই যুবক আহত হয়েছেন। তৃতীয় আসামিও পালানোর চেষ্টাকালে আহত হয়েছেন। রোববার তিন অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আম্বেদকরের পুলিশ সুপার (এসপি) অজিত কুমার সিনহা বলেছেন, পালানোর চেষ্টার সময় ওই তিন অভিযুক্ত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। পরে তিন যুবককেই চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভি।

এসএস