ডেঙ্গু : কলকাতায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের দুই মাস ছুটি বাতিল
কলকাতা শহরে ডেঙ্গুর বিস্তার রোধে দুই মাস স্বাস্থ্য বিভাগের কর্মীদের ছুটি বাতিল করেছে পৌরসভা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষ, পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরী ও পৌরসভার চিকিৎসকদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
বৈঠক শেষে অতীন ঘোষ বলেন, ‘কলকাতা পৌরসভা সবধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখছে। আগামী দু’মাস অক্টোবর ও নভেম্বর মাসে কলকাতা পৌরসভার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে চলেছে পৌরসভা।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার আঁতুড়ঘরগুলো চিহ্নিত করতে হবে। সেগুলো নষ্ট করতেও হবে। মশাবাহিত রোগ দমন করতে ড্রোনের ব্যবহার করা হবে। তিন স্তরে নজরদারি চালানো হবে।’
বিজ্ঞাপন
ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে ভেক্টর কন্ট্রোল কর্মীদের নিয়ে পৌঁছতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আক্রান্তের বাড়ি ও এলাকায় ডেঙ্গু মশা দমন করার ক্ষেত্রেও তৎপরতা দেখাতে হবে। তবে যদি কোনো পৌর স্বাস্থ্যকর্মী আক্রান্তের বাড়ি ও এলাকায় না যান বা সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট না দেন, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা।
পাশাপাশি কলকাতা পৌরসভার পক্ষে শহরের সব পূজা কমিটিকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অতীন। সেই নোটিশে বলা হয়েছে, প্যান্ডেল তৈরির জন্য খোলা গর্তগুলোতে বালি দিয়ে বন্ধ করে দিতে হবে। বাঁশের মুখগুলো বালি দিয়ে বন্ধ করে দিতে হবে। প্যান্ডেলের চারপাশে কোথাও পানি বা আবর্জনা জমা রাখা যাবে না।
পৌরসভার রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত শহরে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২৪০০।
সূত্র : আনন্দবাজার
জেডএস