করোনাভাইরাস মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৩ কোটি ৩৭ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখের ঘর। অবশ্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা গত মঙ্গলবারই ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছিল বার্তাসংস্থা রয়টার্স।

ব্রিটিশ এই বার্তাসংস্থাটি নিজস্ব হিসাব উল্লেখ করে সেসময় জানায়, প্রাদুর্ভাব শুরুর পর করোনার সংক্রমণে প্রাণহানি বিশ লাখে পৌঁছাতে সময় লেগেছিল এক বছরের বেশি। এর পরের দশ লাখ প্রাণহানি হয়েছে মাত্র তিন মাসে। ফলে দেখা যাচ্ছে, এ বছরের শুরু থেকে ভাইরাসটি আরও প্রাণঘাতী হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ লাখ ৯০৯ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৯৭ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় হলেও মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ২৯ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৪৮ লাখ ৪১ হাজার ৩০৮ জন, রাশিয়ায় ৪৬ লাখ ৬ হাজার ১৬২ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৬৭ হাজার ২৯১ জন, ইতালি ৩৭ লাখ ৩৯৩ জন, তুরস্ক ৩৬ লাখ ৩৩ হাজার ৯২৫ জন, স্পেন ৩৩ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, জার্মানি ২৯ লাখ ২৭ হাজার ৫৭২ জন এবং মেক্সিকোতে ২২ লাখ ৬১ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ৯৭ হাজার ৭২২ জন, রাশিয়ায় এক লাখ এক হাজার ৪৮০ জন, যুক্তরাজ্য এক লাখ ২৬ হাজার ৯২৭ জন, ইতালি এক লাখ ১২ হাজার ৩৭৪ জন, তুরস্ক ৩২ হাজার ৯৪৩ জন, স্পেন ৭৬ হাজার ৩৭ জন, জার্মানি ৭৮ হাজার ১৭৪ জন এবং মেক্সিকোতে ২ লাখ পাঁচ হাজার ৫৯৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

টিএম