ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছেন দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। 

অভিযান শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মন্ত্রীর বাড়ি থেকে বের হন তারা। ইডির কর্মকর্তারা যখন মন্ত্রীর বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন মন্ত্রীর অনুগামী তৃণমূল সমর্থকরা তাদের উদ্দেশে ধিক্কার স্লোগান দিতে থাকেন। কর্মকর্তাদের বের হতে অসুবিধা হচ্ছে দেখে রথীন ঘোষ নিজে এসে তাদের বাইরে বের হতে সহযোগিতা করেন। 

পরে রাতে সাংবাদিকদের রথীন ঘোষ বলেন, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। তবে তাদের ধারণায় অনেক গন্ডগোল আছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্তা করতেই বাড়িতে এসেছিলেন তারা। 

বৃহস্পতিবার সকাল ৬টায় রথীনের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পৌরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান চালানো হয়। 

এনএফ