ফাইল ছবি

ভারতের জম্মু কাশ্মীরে সহকর্মীর দিকে গুলি ও গ্রেনেড ছুড়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার রাজৌরির থানামান্ডি এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। খবর- হিন্দুস্তান টাইমস।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনার পেছনে ব্যক্তিগত ইস্যু ছিল। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সেনা কর্মকর্তাদের ধারণা মেজর প্রথমে শূন্যে গুলি চালিয়েছিলেন। পরে তিনি নিশানা করেন সহকর্মীদের দিকে। তবে যাদের দিকে নিশানা করেছিলেন তারা সন্ত্রাস মোকাবিলায় অত্যন্ত দক্ষ ছিলেন। সে কারণে বেঁচে যান।

এদিকে গুলির আওয়াজ শুনেই রেজিমেন্টার মেডিকেল অফিসার দ্রুত ছুটে যান এলাকায়। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তাও সেখানে ছুটে যান। এরপর ওই মেজর গ্রেনেড ছুঁড়তে শুরু করেন বলেও অভিযোগ উঠেছে।

অপরদিকে চলতি বছরের এপ্রিল-মে মাসে জম্মুর রোজৌরির কান্দি ফরেস্ট এলাকায় বিদ্রোহীদের দুটি হামলা হয়। এসব হামলায় মোট দশ সেনা সদস্য মারা যান। এছাড়া এক কর্মকর্তাও আহত হয়েছিলেন। আর্মি ট্রাকের উপর হামলা চালানো হয়।

এমএসএ