হামাসের হামলায় ৩০২ ইসরায়েলি সৈন্য নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর আরও তিন সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলি সৈন্যদের নিহতের সংখ্যা ৩০২ জনে পৌঁছেছে। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ব্যাপক পরিসরের অভিযানের পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে’ বলে মঙ্গলবার জানিয়েছেন। তার এমন হুমকির মাঝেই ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির এই পরিসংখ্যান প্রকাশ করেছে আইডিএফ।
বিজ্ঞাপন
গত ৭ অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৩ লাখ ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে তলব করেছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত এলাকায় এই সৈন্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি রিজার্ভ সৈন্যদের নিয়ে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বৃহৎ পরিসরে স্থল অভিযানের প্রস্তুতি গ্রহণ করছে ইসরায়েল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় আহত হয়েছেন আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষ।
পৃথকভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬১ জন নিহত ও ১ হাজার ২৫০ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গাজার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের এক তৃতীয়াংশই শিশু।
ইসরায়েলের টানা বিমান হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে প্রায় ৫০০ জন। ধ্বংসস্তূপে আটকা ফিলিস্তিনিদের এই সংখ্যা ফোনকলের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গাজার কর্মকর্তারা।
গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সেলমিয়া বলেছেন, ‘চিকিৎসকরা বারবার বলেছেন তারা মানুষের আর্তনাদ শুনছেন, কিন্তু কিছু করতে পারছেন না।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা।
এসএস