ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তারা যেন মানবিক আইন মেনে লড়াই করে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ‘এই সংঘাত থেকে বের হওয়ার পথ খোঁজা দরকার। আমাদের দুই পক্ষের কষ্ট বুঝতে হবে। একবার ভেবে দেখুন, আমাদের বোনকে যদি অপহরণ করা হতো। আমাদের সন্তানকে যদি ক্ষেপণাস্ত্র আঘাত করত।’

বেয়ারবক জানিয়েছেন, ‘ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। কিন্তু ফিলিস্তিনিদের কষ্টের কথাও মাথায় রাখতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই মানে বেসামরিক সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই নয়। সেজন্যই লড়াইটা মানবিক আইন মেনে হওয়া দরকার। গাজার সাধারণ মানুষের কথা মাথায় রাখা দরকার।’

বেয়ারবক আরও বলেছেন, ‘হামাস বেসামরিক সাধারণ মানুষের কষ্ট, যন্ত্রণা নিয়ে খেলা করছে। তারা নারী ও শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করছে। তারা সুপারমার্কেট, আবাসিক এলাকা, এমনকি হাসপাতালে অস্ত্র লুকিয়ে রেখেছে।’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘পরিকল্পনা হলো, ঘৃণা ও মানবিক কষ্টকে উসকে দেওয়া। আঞ্চলিক সংঘাত বাড়ানো। বিশ্বকে উথালপাথাল করে দেওয়া।’

টিএম