হাসপাতালে ছেলের মরদেহ নিয়ে ভারতের সাবেক এমপির বিক্ষোভ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক এক এমপি নিজের ছেলের মরদেহ নিয়ে উত্তর প্রদেশের লখনৌর একটি হাসপাতালে বিক্ষোভ করেছেন। তার দাবি, হাসপাতালের জরুরি বিভাগে বেড না পেয়ে বিনা চিকিৎসায় তার ছেলে মারা গেছে।
ছেলের মৃত্যুর পরপরই তার মরদেহ নিয়ে জরুরি বিভাগের সামনে বসে পড়েন সাবেক এমপি ভাইরন প্রসাদ মিশ্রা।
বিজ্ঞাপন
তার ৪১ বছর বয়সী ছেলে প্রকাশ মিশ্রা দীর্ঘদিন কিডনির রোগে ভুগছিলেন। গত রোববার (২৯ অক্টোবর) শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ার পর ছেলেকে নিয়ে রাত ১১টার দিকে এসজিপিজিআই হাসপাতালের জরুরি বিভাগে আসেন তিনি। তার দাবি, ওই সময় তার ছেলেকে কোনো বেড দেওয়া হয়নি এবং জরুরি বিভাগের চিকিৎসক কোনো ধরনের সহায়তা করেননি। ছেলের মৃত্যুর পর ওই বিভাগের সামনে বসে পড়েন তিনি এবং অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করতে থাকেন।
ভাইরন প্রসাদ মিশ্রা ভারতের সংসদের লখনৌর বান্দার এমপি নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
সাংবাদিকদের এই সাবেক এমপি বলেছেন, ‘আমি আমার ছেলেকে হারিয়েছি। কিন্তু আমি এখানে অবস্থান নিয়েছি যেন তারা শাস্তির মুখোমুখি হয়। আমার পর ২০ থেকে ২৫ জন চিকিৎসা পেয়েছেন। যখন আমি অবস্থান কর্মসূচি পালন করছিলাম তখন সবাই ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। তার শাস্তি হওয়া উচিত।’
হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালটির প্রধান ডাক্তার আরকে ধিমান বলেছেন, ‘চিকিৎসক বলেছেন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যেতে। কিন্তু সেখানে কোনো বেড ছিল না। জানি না কেন এটি বলা হয়েছিল… আমরা একটি কমিটি গঠন করেছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে… অভিযুক্ত চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।’
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশভ প্রসাদ মোরইয়া এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি সাবেক এমপির বাড়িতেও গিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
এমটিআই