গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কথা বলার সময় পেছনে এক মৃত শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এক ব্যক্তি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় এক মাস ধরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের বিমানবাহিনী। তাদের এসব হামলায় গাজায় ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

বৃহস্পতিবার (২ নভেম্বর) নিয়মিত আপডেটে মৃতের নতুন সংখ্যার তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে তারা বলেছে, গত ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত গাজায় ৯ হাজার ৬১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে রয়েছে ৩ হাজার ৭৬০ জন শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যখন মৃতের নতুন সংখ্যার তথ্য জানাচ্ছিলেন তখন তার পেছনে এক শিশুর মরদেহ নিয়ে দাঁড়ান এক ব্যক্তি। তিনি ওই সময় নিজের কান্না ধরে রাখার চেষ্টা করেন। তবে ওই সময় নিথর ওই শিশুর কপালে আলতো করে একুট চুমু দেন তিনি। এরপর সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যখন এ তথ্য জানাচ্ছিলেন। তখন সেখানে ক্যামেরা নিয়ে উপস্থিত হন অনেক সাংবাদিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ক্যামেরায় ওই সময় এই মর্মান্তিক ঘটনাটি ধরা পড়ে।

১৯৪৯ সালে জেনেভা কনভেনশনে যুদ্ধের নিয়ম-নীতি নিয়ে আন্তর্জাতিক আইন পাশ হয়। ওই আইনে স্পষ্টভাবে বলা হয়, যুদ্ধের মধ্যে অবশ্যই শিশুদের রক্ষা করতে হবে এবং তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। কিন্তু হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশু প্রাণ হারাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এমটিআই