করোনার সংক্রমণ ঠেকাতে শক্তিশালী কার্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, তথ্য বিশ্লেষণে এমনটা দেখার পর ভারত রাশিয়ার তৈরি টিকা ‘স্পুটনিক-৫’ ব্যবহারের অনুমোদন দিয়েছে। সোমবার এই খবর জানিয়েছে ইকোনোমিক টাইমস।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড, ভারতের স্থানীয় কোম্পানি ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর করোনার তৃতীয় টিকা হিসেবে স্পুটনিক-৫ ভারতে ব্যবহারের অনুমোদন পেল। 

ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া অর্থাৎ ডিসিজিআই এখন রুশ টিকা স্পুটনিক-৫ ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেবে।   

ডা. রেড্ডি’স ল্যাবরেটরিজ নামে একটি প্রতিষ্ঠান ভারতে রুশ ‘স্পুটনিক-৫’ বাজারজাত করছে। মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে টিকাটির সুরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা পরীক্ষা করতে ভারতে টিকাটির ছোট একটি ট্রায়ালও চালিয়েছিল এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. রেড্ডি এবং ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তরফে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্যের বিষয়ে কোনো পক্ষেরেই সাড়া পাওয়া যায়নি।  

উল্লেখ্য, স্পুটনিক-৫ টিকা তৈরি করেছে মস্কোভিত্তিক গামালায় ইনস্টিটিউট। ট্রায়ালে করোনার সংক্রমণ ঠেকাতে টিকাটি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে জানা গেছে। এখন পর্যন্ত এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে অর্ধশতাধিক দেশ।  

ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে; যা প্রথম দফার চেয়ে ভয়াবহ। সোমবার নতুন করে একদিনে ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার মাধ্যমে মোট আক্রান্তে ব্রাজিলকে ছাড়িয়ে ভারত এখন দ্বিতীয় স্থানে। মোট আক্রান্ত এক কোটি ৩৫ লাখ। 

ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে; যা প্রথম দফার চেয়ে ভয়াবহ। সোমবার নতুন করে একদিনে ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার মাধ্যমে মোট আক্রান্তে ব্রাজিলকে ছাড়িয়ে ভারত এখন দ্বিতীয় স্থানে। মোট আক্রান্ত এক কোটি ৩৫ লাখ।

ভারত সরকার এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি জোরালো করার চেষ্টা চালাচ্ছে। গতকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত চার দিনের টিকা উৎসব শুরু হলেও রাজ্যে রাজ্যে টিকার সংকট দেখা দিয়েছে। এরমধ্যে রুশি টিকার অনুমোদন দেওয়া হলো।  

এএস