বাইডেন দম্পতি

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশীয়দের বৈশাখ, নবরাত্রি, সংক্রান্তি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক টুইটবার্তায় তিনি ও তার স্ত্রী জিল বাইডেন এই শুভেচ্ছা জানান।

টুইটবার্তায় বাইডেন বলেন, ‘দক্ষিণ এবং দক্ষিণ এশিয়া কমিউনিটির সদস্যরা, যারা বৈশাখী, নবরাত্রি, সংক্রান্তি এবং নতুন বর্ষ উদযাপন করছেন, তাদের সবাইকে আমি এবং জিল উষ্ণতম অভিনন্দন জানাচ্ছি। সবাইকে বাঙালি, কম্বোডিয়ান, লাও, মিয়ানমারিজ, নেপালি, সিংহলি, তামিল, থাই ও বিজু নববর্ষের শুভেচ্ছা।’

১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। যথেষ্ট আড়ম্বরে এই দিনটি উদযাপন করে থাকে বাঙালি সংস্কৃতির মানুষজন।

তবে এইদিন এবং এর আগে পরের কয়েকদিনে নববর্ষ পালন করে থাকে আরো কয়েকটি দেশ ও সংস্কৃতির মানুষ। উদাহারণ হিসেবে বলা যায়, মঙ্গলবার মিয়ানমারে বার্মিজ নববর্ষের প্রথম দিন ছিল।