সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী
তাপমাত্রা কমতেই সিকিমে তুষারপাত শুরু হয়েছে। তাতে বুধবার পূর্ব সিকিমে আটকা পড়েন প্রায় এক হাজার পর্যটক। পরে তাদের উদ্ধার করেছে ভারতীয় সেনা। উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। সেখানেই তাদের সেবা দেওয়া হচ্ছে।
জানা যায়, বুধবার সকাল থেকেই সিকিমের তাপমাত্রা ছিল কম। দুপুর থেকেই তুষারপাত শুরু হয়। ক্রমে তুষারপাত বাড়তে থাকায় ছাঙ্গু হ্রদ থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন বহু পর্যটক।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজে হাত লাগায় ত্রিশক্তি কর্পস। এক এক করে বিকেল থেকে সব পর্যটকদের উদ্ধার করে পার্শ্ববর্তী সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাদের খাবার, গরম পোশাক এবং ওষুধ দেওয়া হয়। উদ্ধার করা পর্যটকদের ঠাঁই দেওয়ার জন্য নিজেদের ব্যারাকও ছেড়ে দিয়েছেন সেনা সদস্যরা।
অন্য দিকে, যারা একটু নিরাপদ স্থানে রয়েছেন সেখানেই তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হচ্ছে সেনার পক্ষে। উদ্ধার হওয়া পর্যটকদের বৃহস্পতিবার গ্যাংটকের উদ্দেশে পাঠানো হবে।
বিজ্ঞাপন
জেডএস