সিরিয়া-লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে সমর্থন জানিয়ে দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার স্থানীয় সময় সকালের দিকে উত্তর ইসরায়েলে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
একই দিন সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
বিজ্ঞাপন
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তিনটি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে।
আইডিএফ বলছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এছাড়া এই গোষ্ঠীর ঘাঁটিতে কামানের গোলাবর্ষণ করা হয়েছে। এর আগে, শনিবার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে ইসরায়েলি একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়া সন্দেহজনক একটি ড্রোনকে আটকে দিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের প্রধান বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। সিরীয় সরকারপন্থী বেতার শ্যাম এফএম বলেছে, আলেপ্পো বিমানবন্দরে বিমান হামলার ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানবন্দর এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলছে, আলেপ্পোতে ইসরায়েলি বিমান হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির এই সংবাদমাধ্যম বলছে, ইসরায়েলি যুদ্ধবিমান লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আলেপ্পোর বিমানবন্দরের পাশাপাশি আরও কয়েকটি স্থানে আঘাত করেছে এসব ক্ষেপণাস্ত্র।
এসএস