ইরানের মানবাধিকার সংগঠন জানিয়েছে, গোপনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দুই আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। কেন্দ্রীয় কারাজ কারাগারে তাদের দণ্ড কার্যকর করা হয়।

সংগঠনটি জানিয়েছে, ‘ইচ্ছেকৃত হত্যাকাণ্ড’ সংঘটিত করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর গত শনিবার ওই দুই আফগানিকে ফাঁসিতে ঝোলানো হয়।

মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই দুই আফগানিকে কারাগারের নির্জন সেলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে আকবর নেহমাতি নামের এক ব্যক্তিকেও সেখানে নেওয়া হয়। আকবরকে আবারও নিজস্ব সেলে ফেরানো হলেও; শনিবার ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ইরান। এছাড়া তাদের কোন অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছে সে তথ্যও প্রকাশ করেনি দেশটি।

ইরানি মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইসলামিক রিপাবলিকটিতে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এরআগে ইরানে যত আফগানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের সবাই মাদক চোরাচালান অথবা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

ইরানের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ছয় হাজার আফগানি বন্দি আছেন।

প্রতিবেশী দেশ হওয়ায় অনেক আফগানি বৈধ ও অবৈধভাবে ইরানে প্রবেশ করেন। সেখানে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন।

সূত্র: আনাদোলো

এমটিআই