হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়েছে লেবানন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, দক্ষিণ লেবাননে বড় ধরনের যেকোনও বোমা হামলা চালানো হলে তা এই অঞ্চলকে ‘‘বিস্তৃত বিস্ফোরণের দিকে নিয়ে যাবে।’’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সাথে বৈঠকের সময় ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মিকাতি। তিনি বলেছেন, জাতিসংঘের ১৭০১ নাম্বার রেজুলেশন বাস্তবায়নে লেবাননের অঙ্গীকারের জন্য ইসরায়েলকে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ এবং আমাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে চলে যেতে হবে।

লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই রেজুলেশনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রথমে লেবাননের সার্বভৌমত্বের ইসরায়েলি লঙ্ঘন বন্ধ এবং লেবাননের দখলকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলি উপস্থিতি প্রত্যাহার করতে হবে।’’

একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার বিস্তৃত সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। মিকাতির সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, আমরা লেবানন এবং ইসরায়েলের মাঝে গুলি বিনিময়ের ঘটনার বৃদ্ধি দেখতে পাচ্ছি। উভয়পক্ষের মাঝে যেকোনও ধরনের যুদ্ধ এড়ানো উচিত।

তিনি বলেন, আঞ্চলিক সংঘাতে কেউ জয়ী হয় না। আমি ইসরায়েলকে এ বিষয়ে অবহিত করেছি এবং সংঘাতের অবসান ঘটাতে কূটনীতির মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। বোরেল বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে।

গত বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল-অরৌরি। প্রথমে বলা হয়েছিল, তিনি ড্রোন হামলায় নিহত হয়েছেন। পরবর্তীতে জানা যায় অরৌরি যে বাড়িতে ছিলেন সেখানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ ছাড়াও হামাসের আরও দুই কমান্ডারসহ মোট সাতজন প্রাণ হারিয়েছেন।

এরপর এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অরৌরি হত্যাকাণ্ডের প্রতিশোধে শনিবার ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টিরও বেশি রকেট ছুড়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর বদলে প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা চালিয়ে আসছে তারা। হিজবুল্লাহ ও ইসরায়েলের এ হামলা-পাল্টা হামলা সীমান্ত এলাকাগুলোতে সীমাবদ্ধ রয়েছে।

প্রায় তিন মাস ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে গাজা উপত্যকার শতভাগ মানুষ খাদ্য সংকটে ভুগছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। হামাস-ইসরায়েলের এই যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া ইসরায়েলির হামলায় আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ ফিলিস্তিনি। আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের চালানো হামলায় এক হাজার ১৩৯ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

এসএস