৪০ ফুটের সরস্বতী প্রতিমা, ব্যবহার হয়নি মাটির
সরস্বতী পূজাতেও ‘বড়’ চমক মালদহে। এ বারও ৪০ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে মালদহের সুকেশী ক্লাব ও গ্রন্থাগারের মণ্ডপে। তবে, মাটির বদলে ‘বিশালাকার’ প্রতিমা তৈরি হচ্ছে থার্মোকল (অসম্পৃক্ত তরল হাইড্রোকার্বন) দিয়ে, দাবি উদ্যোক্তাদের। তাদের দাবি, মঙ্গলবার পূজার উদ্বোধন। তাই সরস্বতী পূজাকে ঘিরে উৎসবের আমেজ ব্রাহ্মণপাড়া গ্রামে।
শহর থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া গ্রাম। ১৯৬৭ সাল থেকে গ্রামে সুকেশী ক্লাব ও গ্রন্থাগারের উদ্যোগে সরস্বতী পূজা হচ্ছে। এ বার ৫৬ বছরে পূজার চমক বিশালাকার সরস্বতী প্রতিমা। মাটির বদলে থার্মোকল দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানান শিল্পী সুমন দাস। তিনি বলেন, প্রতিমায় মাটির কোনো ব্যবহার হয়নি। শুধু থার্মোকল, শোলা দিয়েই প্রতিমা বানানো হয়েছে। ২০ দিন আগে প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলাম। আশা করছি, প্রতিমা মানুষের নজর কাড়বে।
বিজ্ঞাপন
মালদহে একাধিক বিশালাকার দুর্গা, কালী প্রতিমা তৈরির নজির রয়েছে। সে তালিকায় সরস্বতীও জুড়েছে। ব্রাহ্মণপাড়া গ্রামে দুর্গা নয়, সরস্বতী পূজাতেই মেতে ওঠেন গ্রামবাসীরা। পূজার দিন থেকে পাঁচদিন ধরে গ্রামে মেলা চলবে। রঙিন আলোয় গ্রামীণ রাস্তাঘাট সাজানো হয়েছে। পূজায় মাইক ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পূজা কমিটির সহ-সভাপতি প্রিয়ম ঝাঁ বলেন, প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা করি। এবার বড় সরস্বতী করা হয়েছে। সরস্বতী পূজার পর থেকেই উচ্চ মাধ্যমিক রয়েছে। তাই এবার মাইক ব্যবহার করা হচ্ছে না।
বিজ্ঞাপন
সূত্র : আনন্দবাজার
জেডএস