পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সরকার গঠন নিয়ে নানা নাটকীয়তার পর পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরিফ। এরপরই শেহবাজকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-সহ অন্য অনেক বিশ্বনেতাও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন: ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় শেহবাজকে অভিনন্দন।’

এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বলে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ।

এর আগে গত রোববার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে সোমবার শেহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১৬ মাস দায়িত্বপালনের পর পাকিস্তানে সরকারপ্রধানের পদে আবারও ফিরে আসেন শেহবাজ।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমেসহ বিভিন্ন বিশ্ব নেতা ও কূটনীতিক এবং অন্যরা শেহবাজকে অভিনন্দন জানান।

টিএম