পবিত্র রমজান উপলক্ষ্যে মদিনার মসজিদে নববীতে বেড়েছে মুসল্লিদের সংখ্যা। সাধারণ সময়ের তুলনায় রমজানে মুসল্লিদের ভিড় বাড়ে মসজিদটি। তবে হাজার হাজার মানুষের সমাগমের পরও যেন মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিক থাকে সেটি নিশ্চিতে দিনরাত কাজ করেন সেখানে দায়িত্বরত কর্মীরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মসজিদে নববী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সবসময় নিয়োজিত থাকেন ১ হাজার ৪০০ কর্মী। যারা অক্লান্ত পরিশ্রম করে পবিত্র এ মসজিদটি পবিত্র রাখেন। ছবিতে দেখুন তাদের সেই মহাযজ্ঞ…

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মসজিদের মূল স্থান এবং ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন কর্মীরা।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে যে পরিকল্পনা সাজানো হয় এটি তারই অংশ।

মসজিদের ১ হাজার ৩৭৮ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে ধোয়া এবং জীবাণুমুক্তকরণের কাজ চলে।

নামাজের সময় সুন্দর ও স্বাস্থ্যকর একটি পরিবেশ নিশ্চিতে ধোয়া মোছা এবং জীবাণুমুক্তকরণ কাজ করেন কর্মীরা।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত রোবট মসজিদের নির্দিষ্ট অংশ পরিষ্কার করে থাকে।
মসজিদে আগত মুসল্লিদের চলাচলে যেন কোনো ধরনের সমস্যা না হয় সেটি নিশ্চিত করে কাজ করা হয়।

ইফতারের পর ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তারা সবাই মিলে দ্রুত সবকিছু পরিষ্কার করে ফেলেন।

মাঠকর্মীরা প্রায় ১৭ হাজার রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজ সম্প্ন্ন করে থাকেন।