ছবিতে কাবার জুমার নামাজ
আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে জুমার নামাজ পড়ছেন মুসল্লিরা।
পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবারে কানায় কানায় পূর্ণ ছিল পবিত্র কাবা শরীফ। আজ ২৯ মার্চ ছিল রমজানের তৃতীয় জুমা। এদিন কাবা চত্বরে জুমার নামাজ পড়েন মুসল্লিরা। এ সময় তাদের সবার গায়ে ছিল ইহরাম। যেহেতু রমজানে শুধুমাত্র ওমরাহ পালনকারীরা কাবা চত্বরে যেতে পারেন ফলে সবাই ইহরাম বেধে নামাজা আদায় করেছেন। এতে কাবায় এক অভূতপূর্ব ও সুন্দর দৃশ্যের অবতারণা হয়।
কাবায় আজকের জুমার নামাজের ইমামতি করেছেন শেখ জুহানি।
বিজ্ঞাপন
এছাড়া মদিনার মসজিদে নববীতেও একসঙ্গে জুমা আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। আজ জুমার নামাজের খুতবার সময় মসজিদে নববীতে আকাশ থেকে ঝরেছে বৃষ্টি। তা সত্ত্বেও মুসল্লিদের ঢল কমেনি।
মসজিদে নববীতে জুমা পড়িয়েছেন শেখ বুদাইর।
বিজ্ঞাপন
নামাজ শেষে মোনাজাত করেন মুসল্লিরা। ইসলামের পবিত্র দুই স্থান হলো মক্কার কাবা শরীফ আর মদিনার মসজিদে নববী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এই দুই স্থানে ছুটে যান।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
এমটিআই