ঈদের দিন সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাতে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও একবার তিনি জানিয়েছেন, রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি চালু হতে দেবেন না।

ঈদের নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে এক সংক্ষিপ্ত ভাষণে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না।’ প্রথমে বিজেপির নাম না করে তিনি বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনছে। আমরা ঘৃণাভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।’

এ সময় কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়; বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলেও শাসান তিনি।

‘চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এজেন্সিকে ভয় পাই না।’

‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’

এরপরেই সরাসরি বিজেপির নাম নিয়ে তিনি বলেন, ‘বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দিল্লিতে ইন্ডিয়া জোট কী হবে, বুঝে নেবো।বাংলায় একটা ভোটও অন্য কাউকে দেবেন না।’

সামনেই ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভা নির্বাচন। লোকসভায় মোট আসনসংখ্যা ৫৪৩টি। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ এবারের নির্বাচনে ৪০০ আসনে জিতবে বলে ঘোষণা করেছে।

রেড রোডের ভাষণে এনডিএ’র সেই ঘোষণাকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগে তো ২০০ আসন পেরোক।’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘ভোটের আগে তৃণমূলের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে।’

এসএমডব্লিউ