ইরান-ইসরায়েল উত্তেজনা : মধ্যপ্রাচ্যে ৩ ফ্লাইট বাতিল করল ইউনাইটেড
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে অন্তত তিনটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।
ফ্লাইটগুলো হলো- নিউ জার্সির নিওয়ার্ক থেকে তেল আবিব, ওয়াশিংটন ডিসি থেকে জর্ডানের আম্মান এবং দুবাই থেকে নিওয়ার্কের একটি ফ্লাইট।
বিজ্ঞাপন
এ বিষয়ে এয়ারলাইন্সটি জানিয়েছে, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের গ্রাহকদের এবং ক্রুদের নিরাপত্তার দিকে মনোযোগ দিয়ে আসন্ন ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত নেব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান।
এদিকে ইরানের এই হামলা প্রতিরোধে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডানও। আমেরিকার মিত্র এই দেশটি ইসরায়েলের দিকে উড়ন্ত কয়েক ডজন ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের চালানো দুই শতাধিক মিসাইল ও ড্রোনের ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ‘কিছুটা’ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র : সিএনএন
জেডএস