মহামারি করোনার প্রকোপে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়লেও গেল বছর বৈশ্বিক সামরিক ব্যয় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আজ সোমবার সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এ তথ্য প্রকাশ করেছে।  

সিপ্রির প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে পাঁচটি দেশ। তাদের সম্মিলিত ব্যয় বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের ৬২ শতাংশ। দেশগুলো হল যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাজ্য। 

এক বিবৃতিতে সিপ্রির গবেষক ও এই প্রতিবেদনের অন্যতম সহ-লেখক দিয়েগো লোপেজ ডি সিলভা বলেন, ‘কিছু নিশ্চয়তাসহ আমরা এটা বলতে পারি যে, ২০২০ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের ওপর মহামারির উল্লেখযোগ্য কোনো প্রভাব ছিল না।’

করোনা মহামারির মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি জরুরি স্বাস্থ্য সংকটের কারণে গেল বছর বৈশ্বিক জিডিপির পরিমাণ হ্রাস পেলেও ২০২০ সালে জিডিপির অংশ হিসেবে সামরিক ব্যয় ২০১৯ সালের ২ দশমিক ২ শতাংশের চেয়ে বেড়ে ২ দশমিক ২ শতাংশ হয়েছে।    

মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিছু প্রতিরক্ষা তহবিল স্বাস্থ্যখাতে স্থানান্তর করার পরেও গত বছর সামরিক ব্যয় যতটা বৃদ্ধি পেয়েছে  ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার পর বাৎসরিক হিসেবে ২০২০ সালেই সামরিক ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে সিপ্রি।

তবে গত বছর চিলি ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশ সামিরক খাতে যে পরিমাণ ব্যয়ের পরিকল্পনা করেছিল তা কমিয়ে এনে স্বাস্থ্য খাতে তথা মহামারি মোকাবিলার জন্য স্থানান্তর করেছে। ব্রাজিল ও রাশিয়াসহ কয়েকটি পরিকল্পিত বাজেটের চেয়ে ব্যয় করেছে কম।

ব্যয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র ও চীন

সামরিক ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। ২০২০ সালে বিশ্বজুড়ে হওয়া সামরিক ব্যয়ের ৩৯ শতাংশের অংশীদার হলো যুক্তরাষ্ট্র এবং বেইজিংয়ের তা ১৩ শতাংশ। গত বছর ৭৭৮ বিলিয়ন মার্কিন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র; যা ২০১৯ সালের চেয়ে চার দশমিক চার শতাংশ বেশি। 

এএস