করোনাভাইরাস
পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যুতে রেকর্ড
করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৯৬ জন। একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৪১১ জন।
শুক্রবার (৩০ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৪ জন। সর্বোচ্চ সংক্রমিত এলাকা হিসেবে শুক্রবার কলকাতাকে ছাড়িয়ে গেছে উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৩২ জন।
বিজ্ঞাপন
কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের, উত্তর ২৪ পরগণায় মারা গেছেন ২০ জন। হাওড়া, বীরভূম, বর্ধমানেও উদ্বেগ বাড়ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ হাজার বেশি। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জনে।
বিজ্ঞাপন
টানা তিনদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। বৃহস্পতিবার দেশটিতে মারা গিয়েছিলেন ৩ হাজার ৬০০-র বেশি মানুষ। তবে শুক্রবার সেই সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।
ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে ব্যাপক হারে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টার নতুন পরিসংখ্যান নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার।
পশ্চিমবঙ্গে লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউনে শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল এবং স্পা বন্ধ থাকবে। তবে বাজার খোলা থাকবে প্রতিদিন ৫ ঘণ্টা করে।
এছাড়া রেস্টুরেন্ট, বার, ব্যায়ামাগার ও সুইমিং পুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে হোম ডেলিভারিসহ অনলাইনে কেনাকাটার অনুমোদন থাকছে।
পশ্চিমবঙ্গ সরকার বলছে, সব সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন এবং শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক জনসমাগম বন্ধ রাখতে হবে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা রাখা যাবে। আংশিক লকডাউনে ফার্মেসি, চিকিৎসাসামগ্রী বিক্রির দোকান এবং মুদি দোকান খোলা থাকবে।
এইচকে