ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবার ড্রোনের মাধ্যমে পাঠানো হবে করোনা টিকার ডোজ। দেশের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে এ বিষয়ে তেলেঙ্গানা রাজ্য সরকারের একটি চুক্তিও হয়েছে।

ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসকে জানিয়েছেন, ট্রায়াল পর্যায়ে রাজ্যের বিকারাবাদ জেলার কয়েকটি প্রত্যন্ত এলাকায় প্রথমে ড্রোনের মাধ্যমে টিকার ডোজ পাঠানো হবে। পরে ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারণ করা হবে।

খালিজ টাইমসকে ওই কর্মকর্তা বলেন, ‘ট্রায়াল পর্যায়ে যে তথ্য পাওয়া যাবে, সেগুলো পরবর্তীতে বিভিন্ন এলাকায় টিকার ডোজ পৌঁছানোর ক্ষেত্রে কাজে লাগানো হবে।’

তিনি আরো জানান, কোনো এলাকায় ড্রোন পাঠানোর আগে সেখানকার হাসপাতাল ও সরকারী টিকাকেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। হাসপাতাল ও টিকাকেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে টিকার ডোজবাহী ড্রোন।

তেলেঙ্গানা রাজ্য সরকারের শীর্ষ সচিব জয়েশ রঞ্জন এ বিষয়ে বলেন, ‘এটি খুবই সময়োপযোগী একটি চুক্তি। আমি তেলেঙ্গানা রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রকল্পটি কাজ শুরু করলে দ্রুততম সময়ের মধ্যে রাজ্যের সব এলাকায় করোনা টিকার ডোজ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সূত্র: খালিজ টাইমস

এসএমডব্লিউ