ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ। এই নিয়ে টানা ৬ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি হলো। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি।

সোমবার (৩ মে) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ছড়িয়েছে যথাক্রমে ৩ হাজার ৯৯০ ও ৩ হাজার ৯৬৫ জনের মধ্যে। এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৮৯৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২৩, কলকাতায় ২১ এবং হাওড়ায় ৭ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে মোট ১১ হাজার ৬৩৭ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার ৩১ শতাংশ বা তার আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সংক্রমণের হার ৩১ দশমিক ৬৫ শতাংশ।

টিএম