লংমার্চ ৫ বি

চীনের বৃহত্তম নভোযান ‘লংমার্চ ৫ বি’ এর ১০০ ফুট লম্বা মূল আভ্যন্তরীণ অংশ (কোর) নভোযান থেকে ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে এটি অবস্থান করছে পৃথিবীর বায়ুমন্ডলের খুব কাছেই। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংক্রান্ত সংবাদমাধ্যম ‘স্পেসনিউজ’ এই তথ্য জানিয়েছে।

স্পেসনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর কক্ষপথে নিজেদের মহাকাশ স্টেশনের উদ্যোগ নিয়েছে চীন। সেই মহাকাশ স্টেশনের নামও ইতোমধ্যে ঠিক করা হয়েছে- তিয়ানহে মহাকাশ স্টেশন। সেই মহাকাশ স্টেশনের একটি মডিউল (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে গত ২৮ এপ্রিল ‘লংমার্চ ৫ বি’ নভোযানটি উৎক্ষেপণ করেছিল চীনের মহাকাশ সংস্থা।

প্রতিবেদনে আরো বলা হয়, নভোযানটি সফলভাবে মহাকাশ গবেষনা স্টেশনের মডিউলটিকে স্থাপনে সক্ষম হলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি; ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে।

পাশাপাশি সেটির অভ্যন্তরের ১০০ ফুট লম্বা অভ্যন্তরীণ একটি অংশ মূল নভোযান থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কয়েকের মধ্যেই পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরাও পড়েছে।

বর্তমানে এসই বিচ্ছিন্ন অংশটি ভূপৃষ্ঠ থেকে ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে ওঠা-নামা করছে। বিশেষজ্ঞদের শঙ্কা, যেহেতু মূল নভোযান এবং তার বিচ্ছিন্ন অংশটির ওপর চীনা মহাকাশ সংস্থার কোনো নিয়ন্ত্রণ বর্তমানে নেই, তাই একবার পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়লে সেটি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে ভেঙে পড়তে পারে।

এই অবস্থায় আতঙ্ক জানিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ বিশেষজ্ঞরা।

এসএমডব্লিউ