করোনা রোগীকে হাসপাতালে পৌঁছাতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। সবাই নিজের মতো করে লড়াই করছেন। সামর্থ্য অনুযায়ী একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে এর বিপরীত চিত্রও আছে। করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে গ্রেফতার হয়েছেন এক অ্যাম্বুলেন্স মালিক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে অ্যাম্বুলেন্সের চাহিদা অনেক বেশি। আর এই সুযোগে করোনায় আক্রান্ত রোগীর আত্মীয়দের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দাবি করে আসছিলেন মিমোহ কুমার বিন্দওয়াল নামের এক অ্যাম্বুল্যান্স মালিক।
বিজ্ঞাপন
পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লির ইন্দ্রপুরি থানার পুলিশ। তদন্তে দেখা যায়- অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স মালিক করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দ্বিগুণ, তিনগুণ বা কখনও কখনও তার থেকেও বেশি টাকা দাবি করছেন। এর পরই মিমোহকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত মিমোহ কুমার বিন্দওয়াল একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক। নিজের পেশার পাশাপাশি গত ২ বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স ব্যবসা চালিয়ে আসছিলেন। করোনাভাইরাস মহামারির অবনতি হওয়ার পর গত প্রায় এক মাস ধরে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার বিনিময়ে অতিরিক্ত অর্থ নিয়ে আসছিলেন মিমোহ।
তবে পুলিশের হাতে ধরা পড়ার পর করোনা আক্রান্ত রোগীর পরিবারকে অতিরিক্ত টাকা ফেরত দেন ওই অ্যাম্বুলেন্স মালিক। অবশ্য এরপরও পুলিশ তার একটি অ্যাম্বুলেন্স আটক করেছে। দিল্লির ইন্দ্রপুরি থানায় তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
টিএম