জিম করার সময় জিমের ভেতরই মৃত্যু হয়েছে ব্রাজিলের জনপ্রিয় বডিবিল্ডার হোসে মাতিউস কোরেয়া সিলভার। তার বয়স ছিল মাত্র ২৮ বছর। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ফিটনেস কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন হোসে। এছাড়া তিনি বিভিন্ন বডিবিল্ডিং প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন। যার মধ্যে আছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্ধুদের সঙ্গে জিম করার সময় হঠাৎ করেই ঢলে পড়ে যান হোসে। ওই সময় বড় ধরনের হার্ট অ্যাাটাকের শিকার হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

তখন তাকে জাগিয়ে তুলতে চেষ্টা করা হয়। এরপর তার এক ফায়ার ফাইটার বন্ধু তাকে নিকটস্থ ফায়ার স্টেশনে নিয়ে যান। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

হোসে শুধুমাত্র বডিবিল্ডারই ছিলেন না। একই সঙ্গে তিনি ছিলেন আইনজীবী, পুষ্টিবিদ এবং ব্যবসায়ী। এই বডিবিল্ডারের আকস্মিক মৃত্যুর ঘটনায় বেশ অবাক হয়েছেন তার বন্ধু-আত্মীয়স্বজনসহ সবাই। কারণ তিনি শারীরিকভাবে বেশ ফিট ছিলেন। এছাড়া তার স্বাস্থ্যগত কোনো সমস্যাও ছিল না।

যারা বডিবিল্ডিং করেন তারা অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্য সচেতন হন। খাবার খাওয়ার ক্ষেত্রে বাছ বিচার করেন। কিন্তু প্রায়ই দেখা যায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করে বডিবিল্ডারদের মৃত্যু হচ্ছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এমটিআই