আগামী আগস্ট থেকে ভারতে শুরু হতে পারে রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকার উৎপাদন। এমনটাই জানিয়েছেন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বালা ভেঙ্কটেশ বর্মা। এছাড়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জুনের মধ্যে ৫০ লাখ স্পুটনিক-৫ টিকার ডোজ পাবে নয়াদিল্লি।

তিনি বলেন, ‘মে মাসের শেষদিকে ভারতকে ৩০ লাখ ও জুনে ৫০ লাখ ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগস্ট থেকে ভারতেই উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে সাড়ে ৮ কোটি ডোজ টিকার তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’

ডক্টর রেড্ডিজ’র সঙ্গে যৌথ ভাবে ভারতে টিকা তৈরি করবে রাশিয়া। ইতোমধ্যে ভারতে এ টিকার ব্যবহার শুরু হয়েছে। দুই লাখের বেশি ডোজ ভারতকে দিয়েছে। এরমধ্যে প্রথম ধাপে দেড় লাখ এবং দ্বিতীয় ধাপে ভারতে আরও ৬০ হাজার ডোজ সরবরাহ করেছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ভারতে তিন দফায় টিকা তৈরি হবে। প্রথমে রাশিয়ায় তৈরি টিকা পাঠানো হবে। যা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় দফায় রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড আরডিআইএফ যে টিকা পাঠাবে তা ভারতে বিভিন্ন শিশিতে ভরলে ব্যবহারের উপযুক্ত হবে।’

‘তৃতীয় দফায় একটি ভারতীয় কোম্পানিকে স্পুটনিক-৫ টিকা তৈরির প্রযুক্তি দেবে রাশিয়া। তখন পুরোটাই উৎপাদন করবে ওই ভারতীয় কোম্পানি তথা ডক্টর রেড্ডিজ। তিন দফা মিলিয়ে ভারতে ৮৫০ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৮ কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনা রয়েছে।’

রাশিয়া থেকে টিকা আমদানিতে ছাড়পত্র দেওয়া হলেও ভারতে এখনও সহজলভ্য হয়নি স্পুটনিক-৫ টিকা। টিকাটির প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে যে, আমদানি করা টিকার এক একটি ডোজের সর্বোচ্চ দাম জিএসটিসহ নির্ধারণ করা হয়েছে ৯৯৫ ভারতীয় রুপি।

এএস