গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশের মধ্যে চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া পূর্বের মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে।

গ্লোবাল ফাইন্যান্সের দেওয়া হিসাব অনুযায়ী চতুর্থ ধনী দেশ কাতারে চলতি বছর জনগণের মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার। আর সবচেয়ে ধনী দেশ হিসেবে নির্বাচিত লুক্সেমবার্গের জনগণের মাথাপিছু আয় এক লাখ ১৮ হাজার ডলার।

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ধনী দেশের তালিকায় রয়েছে ১১তম অবস্থানে। দেশটির জনগণের মাথাপিছু আয় ৫৮ হাজার ৭৫৩ ডলার। মধ্যপ্রাচ্যে তৃতীয় ধনী দেশ বাহরাইন বিশ্ব তালিকায় রয়েছে ২৩তম স্থানে। মাথাপিছু আয় ৪৮ হাজার ৭৬৬ ডলার।

বিশ্বের ধনী দেশের তালিকায় সৌদি আরবের অবস্থান ২৫তম। দেশটির জনগণের মাথাপিছু আয় ৪৬ হাজার ৮১১ মার্কিন ডলার। কুয়েত  মধ্যপ্রাচ্যে ৫ম ধনী দেশ হলেও বিশ্ব তালিকায় রয়েছে ৩২তম স্থানে। ছোট এই দেশটিতে মাথাপিছু আয় ৪১ হাজার ৬২১ ডলার।

গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ধনী দেশের তালিকায় শীর্ষ দশে রয়েছে যথাক্রমে লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, আয়ারল্যান্ড, কাতার, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাষ্ট্র, ব্রুনেই, হংকং ও ডেনমার্ক।

এএস