দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাদের পূর্ণগতিতে ফেরত পাঠানোর কাজ শুরু করে মার্কিন প্রশাসন। তবে সবাইকে অবাক করেছে—  এসব অভিবাসীদের শিকলে হাত-পা বেঁধে এরপর বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিবাসীদের এমন একটি ভিডিও প্রকাশ করেছে। যেটিতে দেখা যাচ্ছে, শিয়াটল বিমানবন্দরে শিকল প্রস্তুত করা হচ্ছে এবং সেগুলো অভিবাসীদের পরিয়ে দেওয়া হচ্ছে। এরপর ধীরে ধীরে এসব অভিবাসী বিমানে উঠছেন। শিকলগুলো দেখে বোঝা যাচ্ছে, এগুলো খুবই ভারী। এতে করে যাদের পা ও হাতে এগুলো পরানো হচ্ছে তাদের চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।

হোয়াইট হাউজের এ ভিডিওটি শেয়ার করেছেন ট্রাম্পের সহযোগী ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। অভিবাসীদের শিকল পরানোয় ঘটনায় তিনি খুব খুশি হয়েছেন সেটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, “হাহা, ওয়াও।”

ইলন মাস্ক এমন শিরোনাম দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। নেটিজেনরা বলছেন তার এমন প্রতিক্রিয়া ‘জঘন্য’ এবং ‘অমানবিক’।

অবৈধ অভিবাসীদের শিকল পরানোর ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনা করেছেন ভারতের রাজনীতিবিদরা। তাদের দেশের নাগরিকদের এমনভাবে হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া গুয়েতেমালা, পাকিস্তান, আফগানিস্তান এবং চীনেরও অসংখ্য অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটি।

ভারতীয়দের সঙ্গে এমন আচরণ করায় দেশটির বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়েছিলেন। এমন সময়ই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তার বৈঠকের পরও ভারতীয়দের বেঁধেই ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমটিআই