করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে একদিনে আরও ১৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে রাজ্যটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের ঘরে। আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমলেও পশ্চিমবঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। সেই সঙ্গে সংক্রমণের মোট হারও বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৭ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সোমবার (৩১ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। গত ২২ এপ্রিলের পর তা ১১ হাজারের নিচে নামল। ওই দিন রাজ্যে ১১ হাজার ৯৪৮ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছিল।

তারপর থেকে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কমল। অনেকের মতে, রাজ্য জুড়ে নানা বিধিনিষেধ জারি করার ফলে নতুন সংক্রমণ ফের নিম্নমুখী হতে শুরু করেছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৩৭৬ জন এবং কলকাতায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭৬ হাজার ৩৭৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৩১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ১৪ মের পর এ সংখ্যাও সবচেয়ে কম। ওই দিন ১৩৬ জনের মৃত্যু হয়েছিল। উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৩। অন্যদিকে, ২৪ ঘণ্টায় কলকাতায় ২৮ জন মারা গেছেন। সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ৫৪১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে টিকা প্রয়োগের সংখ্যা বেশ কমেছে। ওই সময়ের মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৯১ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, কোভিড টেস্ট হয়েছে ৫৮ হাজার ৮৪৩টি। এর জেরে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৮ শতাংশে। রোববার তা ছিল ১৬ দশমিক ৩৭ শতাংশ।

টিএম