পোপ ফ্রান্সিসের খোলা কফিনের ছবি প্রকাশ
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। এখন চলছে তাকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া। এরমধ্যে সদ্যই মৃত্যু হওয়া পোপের ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান। এতে দেখা যাচ্ছে, খোলা কফিনে লাল কাপড় পরিয়ে শুইয়ে রাখা হয়েছে তাকে। তার মরদেহটি রাখা হয়েছে কাসা সান্তা মার্তা চ্যাপেলে। পোপ থাকাকালীন দীর্ঘ ১২ বছর এখানেই কাটিয়েছেন তিনি।
ছবিতে আরও দেখা যাচ্ছে, কার্ডিনাল কেভিন জোসেফ মৃত পোপের মরদেহে আশীর্বাদ করছেন। এ সময় তিনি তার মৃত্যুর কথা ঘোষণা করেন। আগামী শনিবার তার অন্ত্যোষ্টিক্রিয়া হবে।
বিজ্ঞাপন
ক্যাথলিক খ্রিষ্টানরা মৃতের কফিন খোলা রাখে। মূলত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা যেন মৃত ব্যক্তিকে শেষবারের মতো দেখতে পারেন সেজন্য এমনটি করা হয়।
বিজ্ঞাপন
এদিকে পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে পোপ হয়েছিলেন ফ্রান্সিস। তিনি জন্মসূত্রে আর্জেন্টিনার নাগরিক ছিলেন।
মৃত্যুর কয়েকদিন আগে ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে কয়েক সপ্তাহ কাটানোর পর চ্যাপেলে ফিরেছিলেন। গত রোববার ইস্টার সানডেতে সর্বশেষবার জনসম্মুখে আসেন তিনি। এ সময় সবাইকে শুভেচ্ছা জানান তিনি। তবে অন্য সময়ের চেয়ে তার এবারের শুভেচ্ছা বার্তাটি ছোট ছিল। ওই সময়ই তাকে বেশ অসুস্থ দেখা যাচ্ছিল। তার কথা বলতেও কষ্ট হচ্ছিল। ইস্টার সানডের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরের দিন সোমবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে মারা গেছেন পোপ। এছাড়া মৃত্যর আগে কোমায় চলে গিয়েছিলেন তিনি।
সূত্র : বিবিসি
এমটিআই