দেশে দেশে যেভাবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
জেরুজালেমের আল-আকসা চত্বরে ঈদ সমাগম। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাকে ছবির জন্য পোজ দিচ্ছে শিশু
বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে আজ শনিবার উদযাপিত হচ্ছে হচ্ছে ঈদুল আজহা। গতকাল শুক্রবার এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় এই ধর্মীয় উৎসব।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, ঈদুল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট কিছু পশু কোরবানি করেন। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে বাকি মাংস আত্মীয়-স্বজন ও দুস্থ-দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বিশ্বের দেশে দেশে ছড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করছেন। বার্তাসংস্থা রয়টার্স সেই উদযাপনের কিছু ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স—
ফিলিপাইনের তাগুইগ শহরের একটি মসজিদের বাইরের মাঠে ঈদের জামাতে বসেছেন মুসল্লিরা। মাঠে তাদের থেকে অদূরেই খেলছে শিশুরা
বিজ্ঞাপন
জেরুজালেমের পুরোনো শহরের দামাস্কাস গেট এলাকায় বেলুন বিক্রি করছেন এক ব্যক্তি।
গতকাল ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। রাজধানী নাইরোবির এনগারা এলাকায় স্যার আলী মুসলিম ক্লাব মাঠের বাইরে মুখোশ ও বাচ্চাদের খেলনা বিক্রি করছেন এক ব্যক্তি।
ঈদুল আজহা উপলক্ষ্যে কেনিয়ার স্যার আলী মুসলিম ক্লাব গ্রাউন্ড এলাকায় মেলা বসেছে। মেলায় রাইডে চড়েছেন দু’জন। ছবি ৬ জুনের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিন শহরের মসজিদ আত-তাকওয়া এলাকায় ঈদের জামাত। ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন মার্কিন মুসলিমরা
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ