ভারতীয় পাইলট অভিনন্দনকে আটক করা পাকিস্তানি মেজর নিহত
২০১৯ সালে পাকিস্তানে ডগফাইটে অংশ নিতে গিয়ে আটক হয়েছিলেন ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্ধমান। বিমানটি ভূপাতিত হওয়ার পর অভিনন্দন প্যারাস্যুটের মাধ্যমে নিচে নেমে আসেন। ওই সময় উপস্থিত জনতা অভিনন্দনকে ধরে মারধর করচিলেন। তকে তাকে আটক করে নিরাপদস্থানে নিয়ে গিয়েছেলেন পাক সেনাবাহিনীর মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ।
ভারতীয় পাইলটকে আটক করে আলোচনায় আসা সেই মেজর আফগান সীমান্তের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারোঘাতে তেহরিক-ই-তালেবানের হামলায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ জুন) তিনি প্রাণ হারান।
বিজ্ঞাপন
আলোচিত এ মেজরের জানাজায় উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তার জানাজা হয়েছে রাওয়ালপিন্ডির তার নিজ গ্রামের বাড়ি চাকলালা গ্যারিসনে।
মেজর শাহ ২০১১ সালে কমিশনপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি স্পেশাল সার্ভিস গ্রুপে (এসএসজি) যুক্ত হন। মৃত্যুর আগে তিনি ওয়াজিরিস্তানে মোতায়েন ছিলেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুর পর জানা যায়, তিনি ভারতীয় পাইলট অভিনন্দনকে সাধারণ মানুষের কাছ থেকে রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন।
জিওটিভিতে দেওয়া তার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তিনি পাইলট অভিনন্দনকে আটকের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। ওই সময় তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে মেজর হন।
সূত্র: এনডিটিভি
এমটিআই