যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কোনো মুসলমান দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান জাহিদ কুরাইশি দেশটির উচ্চকক্ষ সিনেটের ৮১-১৬ ভোট পেয়ে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।    

গত মার্চে প্রথম মুসলিম হিসেবে ফেডারেল বেঞ্চের বিচারক পদে জাহিদকে মনোনয়ন দেন বাইডেন। জাহিদের বাবা পাকিস্তানি অভিবাসী। এর আগে ৪৬ বছর বয়সী জাহিদ কুরেইশি দেশটির ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। 

গত মার্চে জাহিদসহ আরও কয়েকজনকে ফেডারেল বেঞ্চের বিচারক হিসেবে মনোনয়ন দেন বাইডেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তার মনোনয়ন নিয়ে সিনেটে ভোটাভুটি হয়। সেখানেই ইতিহাস গড়ে জাহিদ বিচারক নির্বাচিত হন

সিনেটে ভোটাভুটির শুরুতেই নিউইয়র্কের সিনেটর ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার সিনেটের উদ্দেশে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মুসলিম ফেডারেল বিচারক ছিলেন না।’

সিনেট নেতা চাক শুমার আরও বলেন, ‘আমাদের শুধু জনমিতিতে বৈচিত্র্য আনলে চলবে না, আমাদের পেশাগত স্থান থেকেও বৈচিত্র্য আনতে হবে এবং আমি যা করছি, আমি জানি যে প্রেসিডেন্ট জো বাইডেনও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন।’ 

জাহিদ ২০১৯ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। এখন ফেডারেল বেঞ্চের বিচারক হলেন। নিউ জার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়া জাহিদ যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি হিসেবেও কাজ করেছেন।

এএস