লটারিতে ১৭ লাখ টাকা জয়ের খবর জানাতে ফোন, ধরছিলেন না বাংলাদেশি প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট ড্রতে ৫০ হাজার দিরহাম জিতেছেন খোরশেদ আলম নামে এক বাংলাদেশি। তিনি প্রথমবারের মতো টিকিট কেটেই লটারি জেতেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।
তাকে এ সুখবর জানাতে বিগ টিকিটের হোস্ট বোখরা ফোন করলে তিনি ফোন ধরেননি। তবে পরবর্তীতে জানতে পারেন লটারিতে বাজিমাত করেছেন।
বিজ্ঞাপন
খোরশেদ আলম চার বছর ধরে আমিরাতের শারজাহতে আছেন। সেখানে পানি বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন তিনি।
খোরশেদ মোট ২০ জনের একটি দল হয়ে টিকিটটি কেটেছিলেন। তিনি জানিয়েছেন, লটারিতে যে অর্থ পেয়েছেন সেটি ২০ জনের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছেন।
বিজ্ঞাপন
এছাড়া ভবিষ্যতে আরও টিকিট কেটে যাবেন বলে জানিয়েছেন এ বাংলাদেশি প্রবাসী।
সূত্র: গালফ নিউজ
এমটিআই