গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে তরুণী
গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার সেই একই ঘটনা ঘটল ভারতের নভি মুম্বাইয়ে। গত শুক্রবার গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে প্রাইভেটকারসহ নদীতে পড়েছেন এক তরুণী। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
ওই তরুণী জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। উলওয়ের কাছে এসে একটি ব্রিজের উঠতে যাওয়ার সময় তাকে পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখানো হয়। সেই মতো গাড়ি নিয়ে ওই রাস্তায় যান তিনি। এরপরই হঠাৎ গাড়ি-সহ নদীতে পড়ে যান। পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই তড়িঘড়ি একটি ক্রেন এনে গাড়িটিকে তোলা হয়।
বিজ্ঞাপন
— Rahul Shivshankar (@RShivshankar) July 26, 2025
উল্লেখ্য, গত মাসে উত্তরপ্রদেশে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভারের ওপর গাড়ি তুলে দিয়েছিলেন চালক। সেই ঘটনায় কেউ আহত না হলেও, গাড়িটি ফ্লাইওভারের মধ্যে ঝুলে যায়। এই ঘটনার পর গুগল ম্যাপের ওপর বিশ্বাস করে গাড়ি চালানো কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠেছিল।
গত বছর ভারতের বরেলি থেকে বাদাউন যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায় একটি গাড়ি। সে সময় এই ঘটনার দুঃখপ্রকাশ করে গুগল জানিয়েছিল, গুগল ম্যাপকে আরও উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। যদিও এরই মধ্যে আবারও গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।
বিজ্ঞাপন
এসএম