হাওয়াইয়ে নামিয়ে ফেলা হলো সুনামির সর্বোচ্চ সতর্কতা
সুনামি সতর্কতার পর খালি করে ফেলা হয়েছে জাপানের একটি সমুদ্র সৈকত।
রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের হাওয়াই দীপপুঞ্জে সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। ওই সময় দ্বীপটির বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
তবে এখন সেখানে সর্বোচ্চ সতর্কতা নামিয়ে ফেলা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে পানি এবং উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে বলা হয়েছে। শক্তিশালী সুনামি আঘাত হানার শঙ্কা না থাকলেও উপকূলে আছড়ে পড়তে পারে ১ থেকে ৩ ফুট উঁচু ঢেউ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ সতর্কতা নামিয়ে ফেলার অর্থ হলো দ্বীপটির সাধারণ মানুষ এখন চাইলে উঁচু স্থান ত্যাগ করে নিজেদের বাড়িতে চলে যেতে পারবেন।
বুধবার পূর্ব রাশিয়ার একটি জনবহুল এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরজেরে বিভিন্ন দেশ ও অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মাটির ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটি ইতিহাসের অন্যতম বড়।
ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে সুনামি। দেশটিতে সুনামি ও ভূমিকম্পে কতটা ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি।
হাওয়াইয়ের পর গুয়াম এবং সিএনএমআই দ্বীপপুঞ্জ থেকেও সুনামি সতর্কতা তুলে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে আর সুনামি আঘাত হানার শঙ্কা নেই।
সূত্র: বিবিসি
এমটিআই