দেশে করোনা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে গণটিকাদান কর্মসূচির পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছে ইতালি। দেশটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শুধু ষাটোর্ধ্ব বয়সীদেরই দেওয়া হবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা।

শুক্রবার এক বিবৃতিতে ইতালির সরকারের টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক কমিটি (সিটিএস) বলেছিল, ‘দেশে করোনা মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে গণটিকাদান কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছে সিটিএস। কমিটি প্রস্তাব করছে, এখন থেকে শুধু ষাট বা তার অধিক বয়সীদেরকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেওয়া হবে।’

শনিবার সিটিএসের এই প্রস্তাব অনুমোদন করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে ইতালিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার গায়ে ‘শুধুমাত্র ৬০ বা তার অধিক বয়সীদের জন্য’ স্টিকারটি সেঁটে দেওয়া হবে।

ষাট বা তার অধিক বয়সী যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজে তাদেরকে ফাইজার-বায়োএনটেক বা মডার্না টিকার ডোজ দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চের দিকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ডোজ নেওয়ার পর ২৫ জন রক্ত জমাট বেঁধে যাওয়া সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের সবারই বয়স ছিল ২০ থেকে ৪০-এর মধ্যে।

কর্মকর্তারা জানান, ওই ঘটনায় পুরো ইতালিজুড়েই করোনা টিকার বিষয়ে প্রবল আতঙ্ক তৈরি হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা গবেষণা ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ) যদিও বলেছে, এই টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সরাসরি কোনো সম্পর্ক নেই, তারপরও দেশের অধিকাংশ মানুষের মন থেকে আতঙ্ক এখনও যায়নি।

তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া সম্প্রতি ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতিও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

শনিবারের বিবৃতেতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৬ কোটি জনগণের মধ্যে ৪ কোটি ১০ লাখেরও বেশি মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন; টিকার দু’টি ডোজই নিয়েছেন- এমন মানুষের সংখ্যা বর্তমানে ১ কোটি ৪০ লাখ।

সূত্র: এএফপি

এসএমডব্লিউ