হারিকেন অ্যারিনের ভেতর কেমন, বিমান নিয়ে গেলেন কয়েকজন (ভিডিও)
আটলান্টিক মহাসাগরে চোখ রাঙাচ্ছে হারিকেন অ্যারিন। আর শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টির ‘চোখ’ বা মূল কেন্দ্র দেখতে বিমান নিয়ে গিয়েছিলেন একদল হারিকেন হান্টার। তারা সেখানকার ভিডিও করে এনেছেন।
এতে দেখা যাচ্ছে, হারিকেনটির বাইরে অংশে রোদ দেখা যাচ্ছে। এরপর বিমানে করে তারা যে-ই হারিকেনটির ভেতরে প্রবেশ করেছেন, তখন বৃষ্টির পানি বিমানটিতে আছড়ে পড়তে থাকে। এছাড়া বাইরের অংশটি সম্পূর্ণ ঘোলা হয়ে যায়। এ সময় বিমানটি অস্বাভাবিকভাবে কাঁপতেও থাকে।
বিজ্ঞাপন
এই ব্যক্তিরা বিমানটি নিয়ে যখন হারিকেনটির ভেতর প্রবেশ করেন তখন এটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার। ওই সময় এটি সর্বোচ্চ শক্তিশালী ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছিল।
তবে হারিকেনটি কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) সকালে ক্যাটাগরি-৩ হারিকেনে পরিণত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবেই অবস্থান করছে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়ে যাওয়ায় আশ্চর্যজনক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।
শনিবার কিছু সময়ের জন্য হারিকেনটি ক্যাটাগরি-৫ বা সর্বোচ্চ শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। এরপর রোববার এটির শক্তি কমে যায়। এখন হারিকেনটি আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।
শুক্রবার হারিকেনটি ক্যাটাগরি-১ শক্তিশালী ছিল। সকাল ১১টার দিকে এটির বাতাসের গতিবেগ ছিল ১২০ কি.মি ঘণ্টা। কিন্তু শনিবারই এটি শক্তি বেড়ে ক্যাটাগরি-৫ হারিকেনে রূপ নেয়। ওই সময় হারিকেনের বাতাসের গতিবেগ বেড়ে দাঁড়ায় ২৫৭ কিলোমিটার ঘণ্টা।
এমটিআই