২০১৯-২০ অর্থবছরে ভারতের রফতানি বাজারের তালিকায় নবম স্থানে থাকলেও বিগত ২০২০-২১ অর্থবছরে দেশটির শীর্ষ রফতানি গন্তব্যের তালিকায় এক লাফে শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশ।

চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে বাংলাদেশে ভারতের রফতানির পরিমাণ বেড়ে ৩ দশমিক ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে হংকংকে টপকে ভারতের শীর্ষ রফতানি গন্তব্যের তালিকার চতুর্থ স্থানে বাংলাদেশ উঠে এসেছে।

বরাবরের মতোই ভারতের রফতানি গন্তব্যের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ১৫ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে ভারত। এরপর চীনে ৫ দশমিক ৯২ এবং সংযুক্ত আরব আমিরাতে ৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে।     

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে লিখেছে, ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নয়নে নয়াদিল্লির কূটনৈতিক প্রচেষ্টা, পণ্য সরবরাহে কম বিঘ্ন এবং ভারতীয় কৃষিজাত পণ্যের জোরালো চাহিদা এর অন্যতম প্রধান কারণ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে গত বছরের তুলনায় বাংলাদেশে ভারতের পণ্য রফতানি ৩৫ দশমিক ১৪ শতাংশ, এরপর ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ এবং মার্চে তা একলাফে ৯৩ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

এপ্রিল থেকে মার্চ ভারতের অর্থবছর। ২০২১ অর্থবছরে ভারতের রফতানি পণ্যের গন্তব্যে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছে বাংলাদেশ; যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় চার ধাপ উন্নতি। বার্ষিক রফতানি ১০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৯ বিলিয়ন ডলারে।

২০২০-২১ অর্থবছরে ভারতীয় পণ্যদ্রব্যের শীর্ষ চারটি রফতানি বাজার হলো যুক্তরাষ্ট্র ৫১.৬৩ বিলিয়ন, চীন ২১.২ বিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত ১৬.৬৮ বিলিয়ন এবং হংকং ১০.১৫ বিলিয়ন মার্কিন ডলার। এরপরই ভারতের পঞ্চম বৃহত্তম রফতানি বাজার বাংলাদেশ।

ভারতের কৃষিজাত পণ্যের অন্যতম বৃহৎ বাজার বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে ভারতের কৃষিজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৯৩ শতাংশ; যা দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ইন্দোনেশিয়ায় ১০২ দশমিক ৪২ শতাংশ।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপারিচালক ও প্রধান নির্বাহী অজয় সাহাই বলছেন, করোনাভাইরাস মহামারি সংক্রান্ত বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে বাংলাদেশে পণ্য সরবরাহে তুলনামূলক কম বিঘ্ন ঘটেছে বলেই এ উন্নতি।

এএস