তিন দিন আগেও এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন ভারতের গৌতম আদানি। চীনের শীর্ষ পানীয় প্রস্তুতকারক কোম্পানির মালিক ঝং শানশানের টেক্কায় নিজের অবস্থান ধরে রাখতে পারলেন না তিনি। ৭২ ঘণ্টার ব্যবধানে ৭৬ হাজার কোটি টাকারও বেশি লোকসান করে দ্বিতীয় স্থান হারান এ ধনকুবের।

সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের গৌতম আদানি। প্রথম স্থানে থাকা মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের পর তিনিই ছিলেন ভারত তথা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী। কিন্তু আপাতত তার কাছ থেকে মুকুট ছিনিয়ে নিয়েছেন চীনা ব্যবসায়ী ঝাং শনশান। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

জানা গেছে, গত কয়েক দিন ধরে আদানি গ্রুপের শেয়ার দর অব্যাহতভাবে কমছে। যার প্রভাব পড়েছে পুরো সম্পদের ওপর। এ কারণে এশিয়ায় দ্বিতীয় ধনী ব্যক্তির তালিকা থেকে নেমে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এছাড়া বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে তার অবস্থান এখন ১৫তম।

গত বছর প্রায় ৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পত্তি বেড়ে যায় আদানি গ্রুপের। করোনাকালে আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ারসহ বেশ কয়েকটি কোম্পানির সম্পদ বেড়ে দাঁড়ায় প্রায় ৮ ট্রিলিয়ন ডলারে।

কী কারণে এ অবস্থা?

সোমবার (১৪ জুন) খবর ছড়িয়ে পড়ে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিট লিমিটেড (এনএসডিএল) তিন বিদেশি তহবিল 'ফ্রিজ' করে দিয়েছে। এর মধ্যে আদানি গ্রুপের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৪৩ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার রয়েছে। এ কারণেই হঠাৎ পতনের সম্মুখীন হয় আদানি গ্রুপের শেয়ার। গত তিন দিনেই প্রায় ৯ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে আদানি গ্রুপ অর্থাৎ ৭৬ হাজার ৩১০ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।

এসকেডি