ভারতশাসিত কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (ফাইল ছবি)

চার বছর বন্ধ থাকার পর ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আবারও চালু হয়েছে ‘দরবার মুভ’ প্রথা। এটি আসলে দেড়শ’ বছরের পুরোনো রাজধানী স্থানান্তরের ঐতিহ্য।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে পুনরায় চালু হওয়া এই প্রথা জম্মু-কাশ্মিরের রাজনৈতিক ভারসাম্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রোববার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, সপ্তাহান্তে শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি নথি বোঝাই বিশাল বাসবহর নিয়ে শ্রীনগর থেকে যাত্রা করেছে জম্মুর উদ্দেশে। সোমবার থেকে সেখানে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শীতকালীন রাজধানীর কার্যক্রম।

এদিন জম্মুর সিভিল সেক্রেটারিয়েট বা সচিবালয় খুলে দেওয়া হবে এবং এটিই শীতকালীন সময়ের জন্য সরকারের সর্বোচ্চ কার্যালয় হিসেবে কাজ করবে।

এর আগে রোববার দুপুরে জম্মুতে পৌঁছে দপ্তর পুনরায় চালুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “দরবার মুভ বন্ধ করা ছিল জম্মুর মানুষের প্রতি অবিচার। এতে রাজ্যের আঞ্চলিক ভারসাম্যও নষ্ট হয়েছিল। আমি সেই অবিচার দূর করেছি।”

প্রসঙ্গত, ১৮৭২ সালে মহারাজা গুলাব সিং এই প্রথা চালু করেন। এই প্রথার মাধ্যমে গ্রীষ্মে শ্রীনগর এবং শীতে জম্মু থেকে প্রশাসনিক কার্যক্রম চালানো হয়। দুই অঞ্চলের মানুষের কাছে সরকারকে সমানভাবে সহজলভ্য রাখতে এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

২০২১ সালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ব্যয় সংকোচনের যুক্তিতে এই প্রথা বন্ধ করেন। তখন বলা হয়েছিল, এতে বছরে প্রায় ২০০ কোটি রুপি সাশ্রয় হবে।

তবে এই সিদ্ধান্তটি জম্মুর অর্থনীতিতে বড় ধাক্কা হয়ে এসেছিল। ব্যবসায়ীরা জানান, প্রশাসনিক স্থানান্তর বন্ধের পর তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালে জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই প্রথা পুনরায় চালুর দাবি জানিয়ে আন্দোলনও শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলগুলো বলছে, দরবার মুভ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি জম্মু-কাশ্মিরের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকও।

এদিকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নতুন এক নির্দেশনায় জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শ্রীনগর ও জম্মু— দুই স্থান থেকেই কাজ পরিচালনা করতে হবে।

টিএম