ধারণা পুলিশের
ইন্দোনেশিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক ছাত্র জড়িত
ইন্দেনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলীয় এলাকা কেলাপা গাদিংয়ে আজ শুক্রবার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটেছে।
মসজিদটির অবস্থান একটি স্কুল কমপ্লেক্সে মধ্যে। যারা আহত হয়েছেন, তাদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুৎবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদটির ভিতরে দু’দফা বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সে মসজিদের পাশের স্কুলের শিক্ষার্থী।
দেশটির ডেপুটি হাউজ স্পিকার সুফমি দাসকো আহমেদ জানিয়েছেন, সন্দেহভাজন ওই শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। তার অস্ত্রোপচার চলছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া ওই শিক্ষার্থী কেন বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটিও নিশ্চিত নয়।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের প্রধান লিসতো সিগিত প্রাবো সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীর নাম বলেছেন। তিনি জানিয়েছেন, সে পার্শ্ববর্তী স্কুলের ছাত্র। সে মসজিদে বিস্ফোরণ ঘটালে, কেন ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের শীর্ষ এ কর্মকর্তা বলেন, “আমরা সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করেছি। এখন তার পরিচয়, বাড়ি ও অন্যান্যসহ তার আশপাশের সব বিষয়ে আমরা তদন্ত করছি।”
ইন্দোনেশিয়ায় এ ধরনের হামলা বিরল ঘটনা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে— মসজিদের সামনে অ্যাম্বুলেন্স এবং আহতদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়।
সূত্র: রয়টার্স
এমটিআই