রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ (ভিডিও)
রাশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই জন। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে কাস্পিয়ান সাগরের তীরবর্তী গ্রাম আচি-সু’তে ঘটেছে এ ঘটনা।
ধ্বংস হওয়া হেলিকপ্টারটি কে-২২৬ লাইট ইউটিলিটি হেলিকপ্টার। নিহত ও আহতরা সবাই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সমরাস্ত্র কারখানা কিজলায়ার ইলেট্রোম্যাগনেটিক প্ল্যান্টের (কেইএমজেড) কর্মী। এই কারখানায় রুশ যুদ্ধবিমান ও বিমানের সরঞ্জাম উৎপাদন করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এই কোম্পানিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। ধ্বংস হওয়া হেলিকপ্টারটিও কেইএমজেড কোম্পানির তৈরি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সাগরতীরে হেলিকপ্টারটি নামার সময় সেটির পেছনের অংশ মাটিতে আঘাত করে। সেই আঘাতে সেটির পেছনের অংশ ভেঙে যায়, ফলে গুরুতর ভারসাম্যহীনতা দেখা দেয় এবং হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ চালকের হাতের বাইরে চলে যায়।
— MilitaryNewsUA (@front_ukrainian) November 8, 2025
চালক অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন ভারসাম্য ফিরিয়ে এনে সাগরতীরে হেলিকপ্টারটিকে নামানোর। পেছন বা লেজের অংশ ভেঙে যাওয়া সত্ত্বেও কয়েক সেকেন্ড উড়েছিল হেলিকপ্টারটি। কিন্তু শেষ পর্যন্ত চালক আর সফল হতে পারেননি এবং অল্প সময়ের মধ্যেই সেটি সাগর তীরে আছড়ে পড়ে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে কেইএমজেডের কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট সাপোর্ট বিভাগের উপ মহাপরিচালক আচালো মাগেমেদভ আছেন। হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেটিতে আগুন ধরে যায়।
রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেন প্রাথমিক ভাবে বলা হয়েছিল, নিহতরা সবাই পর্যটক। পরে কেইএমজেড নিশ্চিত করে যে নিহতরা সবাই কোম্পানির কর্মচারী ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান চলাচল কোম্পানি রোসাভিয়াতসিয়া এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে এ দুর্ঘটনাকে ‘বিপর্যয়’ বলেও উল্লেখ করেছে রোসাভিয়াতসিয়া।